বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে আসছে। জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায়, দুস্থ অসহায় গৃহবন্দী নিম্নআয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে আসছে।
শনিবার সকালে আলীকদম সেনা জোনের অধিনায়ক সাইফ শামীমের নির্দেশে করোনা মোহামারিতে লকডাউনে থাকা অসহায়-দুস্থ কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণের জন্য ও গ্রামীন অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের নিকট সবজি ক্রয় করেন বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনা জোনের একটি টিম।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ এক মিনিটের বাজারের ব্যবস্থা করা হবে, তাই এক মিনিটের বাজারে মাধ্যমে প্রান্তিক কৃষক পেল তার ন্যায্যমূল্য এবং একই সাথে নিম্ন আয়ের মানুষ পাবে খাদ্য সহায়তা।