বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামীলীগের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বত্তরা। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ হুমায়ন নামে সন্দেহজনক একজনকে আটক করেছে । আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে আলীকদমে মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে জেলার আলীকদম উপজেলা বাজারস্থ আওয়ামীলীগ অফিসে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বত্তরা। তাৎক্ষনিক আগুন দেখে বাজারের লোকজন পানি ও বালি মেরে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। দূর্বত্তদের লাগানো আগুনে আওয়ামীলীগ অফিসের বাইরের অংশ এবং অফিসের ভিতরের কয়েকটি দলীয় ব্যানার সম্পূর্ন পুড়ে গেছে। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এ ঘটনায় পুলিশ রাতেই মোহাম্মদ হুমায়ুন নামে এক নাইট গার্ডকে আটক করেছে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, গভীররাতে আলীকদম আওয়ামীলীগ অফিসে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বত্তরা। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।