রাঙামাটি সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আরতি চাকমাকে সভাপতি ও চুমকি চাকমাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেএফ আনোয়ার চিনু।
আওয়ামী লীগ নেতা সাধন মনি চাকমার সঞ্চালনায় রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির যুগ্ম সম্পাদক জেবুন্নেছা রহিম, তসলিমা বেগম, মাসুদা খানম, চুমকি চাকমা, আরতি চাকমা, সুজাতা দেওয়ান, নীলিমা চাকমাসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, মানুষে মানুষে ভেদাভেদ করে না। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করে।