সুপার সাইক্লোন আম্পান ও পাহাড়ধস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
তিনি দৈনিক পার্বত্য চট্টগ্রামকে জানিয়েছেন, ইতোমধ্যেই আমরা প্রস্তুতি সভা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে দিয়েছি এবং আশ্রয়কেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠানকে আমরা ব্যবহার করে থাকি,সেগুলোও প্রস্তুত রাখা আছে।
জেলা প্রশাসক,রাঙামাটিবাসিকেও নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে সুপার সাইক্লোন আম্পান আরো এগিয়ে আসায় বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ।
দশ নম্বর সংকেত থাকবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলাতেও দেখানো হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত।