রাঙামাটি রিজিয়ন কাপ বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সোমবারে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় রাজবাড়ী একাদশকে ৪৫ রানে হারিয়েছে আমানতবাগ ক্রিকেট ক্লাব।
সকাল ৯ টায় টস জিতে আমানতবাগ ব্যাট করার সিদ্বান্ত নেয়। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে আমানতবাগ। আমানতবাগের মোঃ সোহেল ৪০ বলে ৫৪ রান ও ইফতেখার আলম (রুবেল) ১৭ বলে ২৩ রান করে দলকে শাক্তিশালী অবস্থায় দাঁড় করান। অন্যদিকে রাজবাড়ী বোলারদের মধ্যে শাহাদাত হোসেন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।
রাজবাড়ী একাদশ জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ভাস্কর খীসা ১০ বলে ২৩ রান ও ইমতিয়াজ ৩৪ বলে ৩৫ রান করে আউট হলে, আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরোতে না পারায় ১১৩ রানে থেমে যায় রাজবাড়ীর ইনিংস।
আমানতবাগের মোঃ জহির ৪ ওভার বল করে ১৪ রান খরচে ৩ উইকেট ও আতিকুর রহমান জামিল ৪ ওভার বল করে ১৪ রান খরচে ৩ উইকেট তুলে নেয় তারা।
খেলায় ৪০ বলে ৫৪ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আমানতবাগের মোঃ সোহেল ।
রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতার মিডিয়া পার্টনার পাহাড়ের সর্বাধিক পঠিত অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডট কম।
আমানতবাগ ক্রিকেট ক্লাবের ৪৫ রানের জয়
