লেখক, সাহিত্যিক প্রভাংশু ত্রিপুরা ২০১৩ সালের জন্য গবেষনায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬০ সালে বাংলা একাডেমী প্রবর্তিত হওয়ার পর এই প্রথম কোন আদিবাসী লেখক এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।
গবেষক প্রভাংশু ত্রিপুরা একজন সাধারণ গৃহস্থ্ পরিবারের সন্তান হয়েও ছেলেবেলা থেকে লেখালেখির প্রতি তাঁর দারুন ঝোঁক ছিল। তাই গবেষণায় পুরস্কার প্রাপ্যতা তারই ফলশ্রুতি। খাগড়াছড়ি সরকারী কলেজে অধ্যয়ন শেষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে তাঁর কর্মযজ্ঞ শুরু হয়। বেতারে থাকার সুবাদে পার্বত্য এলাকার সংস্কৃতি বিকাশে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন এবং তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণে পার্বত্য এলাকার তৃণমূল সংস্কৃতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।
খাগড়াছড়ি সরকারী কলেজে আমি সুদীর্ঘকাল অধ্যপনা করেছি। এই কলেজের একজন কৃতি ছাত্র বিরল সম্মানে ভূষিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁকে জানাই অকৃত্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। পাহাড়ের এই গনসংবর্ধনা সর্ব সাধারণের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস।
তাঁর পেশাগত ও কর্মময় জীবন ফুলে ফলে সুশোভিত হোক, আলোর দ্যুতি উদ্ভাসিত হোক পার্বত্য জনপদে-এ কামনায়।
আরো দেখুন
ভাষা শিক্ষায় আশার আলো
একটা সময় ছিলো যখন প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে সরকারকে অন্যতম প্রতিবন্ধকতা মনে করতেন অনেকেই। …