সারাদেশের মতো ‘এসো হে বৈশাখ, এসো এসো’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এ গানের কলি দিয়ে বর্ষবরণ করলো পার্বত্য রাঙামাটিবাসীও। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাঙামাটিতে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণির লোকজন অংশ নেয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাঙামাটির জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভূট্টো।
শোভাযাত্রাটি রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব পালন করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণির লোকজন যেমন খুশি তেমন সাজোতে অংশ নেয়। এতে বাংলার ঐতিহ্যবাহী পালকি, ঢাক-ঢোল সহকারে বাদ্যসহ চিরায়ত বাংলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
রাঙামাটির জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল জানান, পুরনো দিনের সব ব্যর্থতা, গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এবার বর্ষবরণ অনুষ্ঠান চলছে।