পাহাড়ীয়া শহর রাঙামাটির তথ্য প্রযুক্তি সুতিকাগার ও কম্পিউটার এবং আইসিটি পণ্য সামগ্রীর বিক্রয় কেন্দ্র টেক ভ্যালি তার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে রাঙামাটি আইসিআর মার্কেটের নিজস্ব কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা: গৌরব দেওয়ান, অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহী, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সহসভাপতি হারুন অর রশিদ, সময় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও গ্লোবাল ভিলেজ’র পরিচালক সৈয়দ হেফাজত উল বারি সবুজ, জেলা যুব লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পংকজ বড়ুয়া বুবুল প্রমুখ।
অতিথিরা কেক কেটে সপ্তম বর্ষে পদার্পন কর্মসূচীর শুভ সূচনা করেন। পরে বিগত বছর গুলোতে টেক ভ্যালির বিভিন্ন সামাজিক ও প্রতিষ্ঠানিক কার্যক্রমের উপর এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থান করা করা হয়। উপস্থিত অতিথিগণ টেক ভ্যালির এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন ব্যবসার পাশাপাশি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সাধ্য মোতাবেক সামাজিক কাজের অংশ গ্রহণ করার আহবান জানান।
টেক ভ্যালির প্রধান নির্বাহী মো. হালিম শেখ সপ্তমবর্ষে পদার্পনের এই মাহেন্দ্রক্ষণে প্রতিষ্ঠানের সকল গ্রাহক ও রাঙামাটিবাসিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, প্রযুক্তির বিকাশের সাথে এই পার্বত্য অঞ্চলের মানুষকে সংযুক্ত করার কাজে সহযোগিতা করতে পারায় আমার প্রতিষ্ঠান টেক ভ্যালি কৃতজ্ঞ। মানুষ যত বেশি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অজন করতে পারবে ততই সাইবার ক্রাইম কমে আসবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও টেক ভ্যালি তার সেবার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের সাইবার ক্যাফেতে আমরা কখনেই স্কুলপড়ুয়া কিশোরদের এলাউ করিনা।
আধযুগ পেরিয়ে টেকভ্যালি’র নিরন্তর পথচলা
