রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে বিগত ৬ মাসে আটককৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকালে থানা চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,পৌর কাউন্সিলর নেয়াজ আহম্মেদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ৪৬০ বোতল ফেনসিডিল, ৭০০ পিস ইয়াবা এবং ২ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা তাদের নিয়মিত কর্মসূচির অংশ, নেশার ছোবল থেকে মানুষকে বাঁচানোর জন্য তাদের নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ।