খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হবে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ(পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারি পাড়া গ্রামে গভীর রাতে মুখোশ পড়া একদল দুর্বৃত্ত এক নারীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরের দিন ঐ নারী অজ্ঞাত পরিচয়ের ৭-৮জনকে আসামি করে মানিকছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।