রাঙামাটি জেলা মহিলা দলের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯ তম জম্ম বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। বর্তমান সরকার গুম, হত্যা, মিথ্যা মামলা দিয়ে বিএনপির কর্মীদের হয়রানি করছে। বক্ত্যরা আরো বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বেগম জিয়ার ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ শাহ আলম। আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধূরী (ভুট্টো), জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের আহ্বায়ক বেগম মিনারা আরশাদ।
আরো দেখুন
বিবর্ণ পাহাড়ের রঙিন সাংগ্রাই
নভেল করোনাভাইরাসের আগের বছরগুলোতে এই সময় উৎসবে রঙিন থাকতো পাহাড়ি তিন জেলা। এই দিন পাহাড়ে …