‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে রাঙামাটির লংগদুতে বৃহস্পতিবার এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম।
পুলিশ সুপার বলেন, এলাকায় আইন শৃঙ্খলা ব্যাহত হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সে জন্য শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। পুলিশ হচ্ছে জনগণের সেবক। এলাকায় ছোট খাট বিষয়গুলি স্থানীয় পুলিশিং ফোরামের মাধ্যমেও সমাধান করতে পারেন। সে ক্ষেত্রে থানা প্রশাসনের সহযোগিতা নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ জানে আলম,মহিলা ভাইস চেয়ারম্যান সাবরিনা আফরোজ তানিয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটারকছাড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু সদর ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা।