কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধের প্রথম দিনেই বিএফডিসি টহল টিম হ্রদের এসপি বাংলো সংলগ্ন এলাকা থেকে ৪০০ হাত লম্বা ১টি কেচকি জাল ও ১টি নৌকা জব্দ করেছে। এসময় পুলিশের সহযোগিতায় ৫ জন জেলেকেও আটক করা হয়েছে। তাৎক্ষনিকভাবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট সাব্বির আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক মৎস্য আহরণকারীকে ৫০০ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা করেন।
কাপ্তাই হ্রদ মৎস উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ ব্যবস্থাপক মোঃ মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।