চারিদিকে গড়য়া’র ঢোল,
সুমুরের খরাং, কোকিলের গান,
বাতাসের সুরে, গাছের পাতার নাচ,
তাই দেখে লালমতির মনেও যেনো বাজে কক্বরক্ ভাষার গানের সুর।
গেলো বছর বৈসুকে, তৈচাক পাড়ার
মান কুমারের সাথে আলাপÑ
যে চোখে দেখেছিলো
ভালোবাসার এক অফুরন্ত ঢেউ।
তাই এই বৈসুতে লালমতি সেজেছিলো
খোঁপায় জুমোফুল, পায়ে বেংকি,
আর রিনাই কাচ্াক।
তার সখা আসবে বলে
খুমতাই গাছের নীচে
তক্সা নগ্রায়’র সাথে গুনগুনিয়ে
ব্যাকুল হৃদয়ে অপেক্ষা।
নোট :
সুমুরের খরাং (বাঁশির সুর)
বেংকি (পায়ের এক ধরনের গহনা)
রিনাই কাচ্াক (লাল রংয়ের থামি)
খুমতাই (নকশা ফুল)
তক্সা নগ্রায় (অতিথি পাখি)