অপহরণের ১৩ দিন পর মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা ত্রিদিব কান্তি দাশ। গত ২ নভেম্বর নানিয়ারচর উপজেলা থেকে রাঙামাটি শহরে আসার পথে ইউপিডিএফ অধ্যুষিত কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে অপহৃত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব। অপহরণের পর স্থানীয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল,সমাবেশ,হরতালসহ নানা কর্মসূচীও পালন করে। তবে পরে অজ্ঞাত কারণে চুপ হয়ে যায় তারা। জেলা আওয়ামী লীগও কোন কর্মসুচী গ্রহণ না করে গোপনে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখে। এই প্রক্রিয়াতেই শুক্রবার রাত আনুমানানিক সাড়ে সাতটার সময় তাকে মুক্তি দেয়া হয়।
ত্রিদিব মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর মজুমদার। তবে তিনি মুক্তিপন নাকি অন্য কোন সমঝোতায় মুক্তি পেয়েছেন সেই সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি। মুক্তি পাওয়ার পর ত্রিদিব দাশ চট্টগ্রাম চলে গেছেন বলেও জানিয়েছে একাধিক সূত্র। এই অপহরণ ঘটনার জন্য আওয়ামী লীগ শুরু থেকে ইউপিডিএফ কে দায়ি করে আসলেও সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে।