অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততার অভিযোগে দায়ে বান্দরবানে একটি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। বুধবার বান্দরবান বাজারে অবস্থিত ‘লোহাগাড়া আবাসিক হোটেল’ নামের প্রতিষ্ঠানটি থেকে দুজন যুবক-যুবতীকে আটকের পর জরিমানা আদায় করেছে ছেড়ে দেয়া হলেও আবাসিক হোটেলটি বন্ধ করে দেয় আদালত।
একই সময়ে শহরের মাছ-মাংসের বাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অপরাধে কয়েকজন ব্যবসায়ী ৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হোসেনের নেতুত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের লোকজনের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আরো দেখুন
বান্দরবানেও সুষ্ঠু ভোট নিয়ে ২ মেয়র প্রার্থীর শঙ্কা
বান্দরবান পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। রোববার ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে …