অঘোষিত ধর্মঘটে বান্দরবানে দূর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকেই বান্দরবান-চট্টগ্রাম, কক্সবাজার’সহ দূর পাল্লার সবগুলো রুটে যানবাহন চলাচল বন্ধছিল। তবে বিকালে পুনরায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পরিবহণ শ্রমিকরা জানায়, কাগজপত্রে ত্রুটি, যত্রতত্র গাড়ী পার্কিং এবং গাড়ীর ফিটনেস না থাকা’সহ কয়েকটি কারণে পরিবহন শ্রমিকদের ভ্রাম্যমান আদালত দ- দেয়ার প্রতিবাদে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাকেন পরিবহন শ্রমিক ফেডারেশন’সহ শ্রমিক ঐক্য পরিষদ। আরাকান সড়কের ধর্মঘটের অজুহাতে বান্দরবানে শ্রমিকরা বান্দরবান-চট্টগ্রাম’সহ দূর পাল্লার সবগুলো রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন। টিকেট কাউন্টারগুলোতে টিকেট বিক্রিও বন্ধ রাখেন শ্রমিকরা। একারণে সকাল থেকেই বিকাল সাড়ে চারটা পর্যন্ত দূর পাল্লার কোনো যানবাহন বান্দরবান শহর ছেড়ে যায়নি। এদিকে অঘোষিত ধর্মঘটে বান্দরবানে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। ঘর থেকে বেড়িয়েও গাড়ী না চলায় গন্তব্যে যেতে পারেনি যাত্রীরা। বাসষ্ট্যান্ড’সহ আশপাশের টিকেট কাউন্টারগুলোতে যাত্রীদের ভীড় জমে যায়। তবে বিকাল থেকে পুনরায় বান্দরবান-চট্টগ্রাম, ঢাকা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বান্দরবান পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুছ জানান, কেন্দ্রীয়ভাবে পরিবহণ ধর্মঘটের কোনো কর্মসূচী ছিলনা। কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অনিদিষ্টালের ধর্মঘট চলায় বান্দরবানে দূর পাল্লার যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে বান্দরবান-কেরানীহাট’সহ অভ্যন্তরিন সড়কগুলোতে যানবাহন করেছে।
আরো দেখুন
কঠোর ‘লকডাউনে’ বান্দরবান, বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা
নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউন চলছে বান্দরবানে। সরকার ঘোষিত লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসনের নির্বাহী …